ইয়েমেন থেকে বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে সৌদি আরবে আহত ২৬

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৬

সাহস ডেস্ক

সৌদি আরব বুধবার ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।তবে এতে ২৬ জন আহত হয়েছে।

বিদ্রোহীদের সাথে লড়াইরত রিয়াদ নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নগরী নাজরানে ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়। এতে আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

সাম্প্রাতিক মাসগুলোতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। রিয়াদ সাধারণত এগুলোকে আকাশেই বাধা দিতে সক্ষম হয়েছে।

হুদির আল-মাসিরাহ্ টিভি বুধবার জানিয়েছে, সীমান্তবর্তী শহরে সৌদি ন্যাশনাল গার্ড ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত