শেষ ষোলো থেকেই বিদায় ফেদেরারের

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

সাহস ডেস্ক

শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে টেনিসের সেরা পুরুষ তারকা রজার ফেদেরার। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে লড়তে অপেক্ষা করছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু সেটা হতে দিলেন না অস্ট্রেলিয়ার জন মিলম্যান। টেনিস বিশ্বকে চমকে দিয়ে ফেদেরারকে শেষ ষোলোতেই বিদায় করলেন তিনি। প্রথমবার শীর্ষ দশের কোনও প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াই নিশ্চিত করেছেন মিলম্যান।

০৩ সেপ্টেম্বর (সোমবার) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফেদেরারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন মিলম্যান।

এদিন ৩ ঘণ্টা ৩৩ মিনিটের এই লড়াইয়ে প্রথম সেটটি দাপট দেখিয়ে ৬-৩ গেমে জিতে নেন ফেদেরার।

তবে দ্বিতীয় সেট থেকেই মিলম্যানের লড়াই শুরু। জিতে নেন ৭-৫ গেমে। পরের দুটি সেটে সুইস কিংবদন্তি আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত ৭-৬ ও ৭-৬ গেমে হেরে বিদায় নেন।

চমক দেখানো মিলম্যান কোয়ার্টার ফাইনালে লড়বেন টেনিসের আরেক গ্রেট নোভাক জোকোভিচের বিপক্ষে। যেখানে জোয়াও সোউসাকে ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে ১১তমবার যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আট নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত