পারলে বাংলাদেশের মতো করে দেখান, পাকিস্তানের টকশো’তে বক্তারা (ভিডিও)

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইমরান খান বলেছেন, পাকিস্তানকে তিনি সুইডেনের মডেলে দাঁড় করাবেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জারিত দেশটিতে নানা তর্ক-বিতর্কের জন্ম দিয়েছে। যা নিয়ে টকশোতেও হচ্ছে বেশ আলোচনা-সমালোচনা। এরই মধ্যে পাকিস্তানের ক্যাপিটাল টিভির এক টকশোতে সম্প্রতি আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। ইতোমধ্যে সেই টকশোর ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে বক্তাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে জোর গলায় বলতে শোনা যায়, সুইডেন নয়, পারলে আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশের পর্যায়ে নিয়ে আসেন।

এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের বর্তমান বেশ কিছু বিষয়ও উপস্থাপন করেন এক বক্তা। তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে যখন ৩০০ বিলিয়ন ডলার, তখন পাকিস্তানী স্টক এক্সচেঞ্জে মাত্র ১০০ বিলিয়ন ডলার ।

তিনি এটাও বলেন, বাংলাদেশের রফতানি আয়ও ৪০ বিলিয়ন ডলার আর তাদের ২২ বিলিয়ন ডলার আয়। তাই টকশো উপস্থিত বক্তারা বলেন, সুইডেন তো দূরের কথা আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশের পর্যায়ে নিয়ে আসেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত