রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছর কারাদণ্ড দিলো মিয়ানমার

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪

অনলাইন ডেস্ক

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে আটক হওয়া রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের মামলায় দু’জনকে দোষী সাব্যস্ত করে সোমবার (৩ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন আদালত। যদিও ওয়া লোন ও কিয়াও সোয়ে নামে দুই সাংবাদিক প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন।