বিশ্বকাপের পর আটকে পড়া ১৫২ জনকে দেশে নিচ্ছে নাইজেরিয়া

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৬:৫৬

সাহস ডেস্ক

বিশ্বকাপ উপভোগ করতে যেয়ে রাশিয়ায় আটকে পড়া ১৫২ জন নাইজেরিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছে নাইজেরিয়ার সরকার।

শুক্রবার (২০ জুলাই) নাইজেরিয়া সরকারের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৪ জুন শুরু হওয়া রাশিয়া বিশ্বকাপ শেষ হয় ১৫ জুলাই। মাসব্যাপী এ টুর্নামেন্ট উপভোগ করতে সারাবিশ্ব থেকে অসংখ্য ফুটবল ভক্ত রাশিয়ায় পাড়ি জমান।

নাইজেরিয়া সরকার এক বিবৃতিতে জানায়, তাদের দেশের অনেক নাগরিক অর্থের অভাবে রাশিয়াতে আটকে পড়েন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তোপে এলিয়াস-ফাতিলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, দেশটির ১৫২ জন নাগরিক প্লেনে উঠেছে। তারা আবুজার পথে রয়েছেন।

তিনি আরও বলেন, ১৫২ জন নাগরিক শনিবার (২১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নাইজেরিয়ার রাজধানীতে পৌঁছবেন। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তাদের আনা হচ্ছে।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রাশিয়ায় আটকে পড়া সব নাইজেরিয়ান নাগরিকদের ফিরিয়ে আনার ঘোষণা দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত