রাখাইনে প্রায় ১৬ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ

প্রকাশ : ০৬ জুলাই ২০১৮, ২১:২২

সাহস ডেস্ক

রাখাইন রাজ্যের বুথিডং শহর এলাকা থেকে অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটের বিশাল একটি চালান আটক করেছে মিয়ানমার পুলিশ। বিশাল এই মাদকের চালানের সম্ভাব্য গন্তব্য বাংলাদেশ ছিল বলে ধারণা সেখানকার পুলিশের।

বুধবার (০৪ জুলাই) প্রায় ১৬ লাখ ইয়াবার এই চালান আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরাবতি। 

ইরাবতির খবরে বলা হয়েছে, মাইয়েঅ ইয়ো নদীতে টহল দেওয়ার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ লাই শায়ে পাইন গ্রামের কাছে ম্যানগ্রোভ বনের মধ্যে লুকিয়ে রাখা একটি নৌকায় এসব ইয়াবার সন্ধান পায়। পরে নৌকাটিতে প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সেখানকার বাজারমূল্যে এর দাম দাঁড়ায় প্রায় ৩১০ কোটি কিয়াট (মিয়ানমারের মুদ্রা)।

পুলিশ মেজর কিয়াও থুরা উইন বলেছেন, বুথিডংয়ের প্রশাসনিক বিভাগের সহায়তায় আমরা সম্ভাব্য অন্যান্য এলাকায় আরও ইয়াবার খোঁজ পেতে তল্লাশি চালাচ্ছি। পুলিশের ধারণা বাংলাদেশে পাচারের জন্যই এসব মাদক জড়ো করা হয়েছিল।

স্থানীয় সাংসদ উ তুন অং থেইন বলেছেন, স্থানীয় পর্যায়ে মাদকের সমস্যা এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল শিক্ষার্থীরাও এখন মাদক নিচ্ছে। আইনের শাসনের অভাবে এমনটি হচ্ছে বলে আমাদের ধারণা। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি লড়াই করা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত