ছাতা দিয়ে মাছ ধরা !

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ১৪:৫৭

অনলাইন ডেস্ক

মাছ ধরার জন্য আধুনিক অনেক যন্ত্রপাতি পাওয়া যায়। আগে মানুষ হাতে বানানো বিভিন্ন বিভিন্ন ফাঁদ তৈরি করে মাছ ধরত। তবে এবার চীনে দেখা গেল উল্টো দৃশ্য।

মানুষকে কষ্ট করে মাছ ধরতে হচ্ছে না, মাছই এসে মানুষের হাতে ধরা দিচ্ছে। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বিভিন্ন নদী ও খালের পানির উচ্চতা বেড়ে যায়। ২৯ জুন ধারণ করা একটি ভিডিওটিতে দেখা গেছে, মানুষ সেতুর ওপর থেকে নিচের দিকে ছাতা ধরছে, আর মাছ লাফিয়ে ছাতার ওপর এসে পড়ছে।