সিরিয়ায় অজ্ঞাত ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রকাশ | ২২ মে ২০১৮, ১৬:৫০

অনলাইন ডেস্ক

সিরিয়ায় হেইমিম বিমান ঘাঁটিতে একটি ‘অজ্ঞাত ড্রোন’ ভূপাতিত করেছে রাশিয়া। ড্রোন ভূপাতিত করার ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার হেইমিম বিমান ঘাঁটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আরআইএ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে হয়েছে রাশিয়ার বিমান বাহিনী কোনও হামলা মোকাবিলা করেছে।

আরআইএ’র খবরে ঘটনার বিস্তারিত জানানো হয়নি। ড্রোনটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনও দেশের কিনা তা জানা যায়নি।

সিরিয়ায় যুদ্ধরত প্রায় প্রতিটি দেশই নিজেদের কৌশলগত স্বার্থের কারণে সিরীয় আকাশসীমা ব্যবহার করছে।

এপ্রিলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়ার জ্যামিং সক্ষমতার কারণে। এর মধ্য দিয়ে রাশিয়া মার্কিন ড্রোনের জিপিএস ব্যবস্থাকে অকার্যকর করছে। 

এর আগে ফেব্রুয়ারিতে ইসরায়েল জানায়, সিরীয় ভূখণ্ড থেকে হামলার জন্য ইসরায়েলে ড্রোন পাঠিয়েছে ইরান। গত বছর ইসরায়েলি এক শীর্ষ সেনা কর্মকর্তা জানান, সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানে অন্তত ১০০টি হামলা  চালিয়েছে ইসরায়েল।

সাহস২৪.কম/রনি/মশিউর