ভেনেজুয়েলা থেকে ১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার

প্রকাশ | ২২ মে ২০১৮, ১১:৩৪

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন দিয়ে নিকোলাস মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে কারাকাস থেকে ১৪টি দেশ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।

এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কানাডাও রয়েছে। গতকাল সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালো দেশগুলি।

এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে গত রবিবাররে এই নির্বাচনকে একতরফা উল্লেখ করে দেশটির উপর নতুন করে আবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেওয়ার কথা বলেন ট্রাম্প।

তবে, নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বলছে, ভেনেজুয়েলার জনগণের পছন্দের উপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।

এ ছাড়া মাদুরো সরকারকে অভিনন্দন জানিয়েছে এল সালভাদর এবং কিউবা। 

সাহস২৪.কম/আল মনসুর