মুম্বাইয়ের শীর্ষ পুলিশ কর্মকর্তা হিমাংশুর আত্মহত্যা

প্রকাশ | ১২ মে ২০১৮, ১৮:৩৩

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ের অন্যতম শীর্ষ পুলিশ কর্মকর্তা হিমাংশু রায় আত্মহত্যা করেছেন। তিনি ছিলেন মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের (এটিএস) সাবেক প্রধান। বর্তমানে মহারাষ্ট্র পুলিশের এডিজি পদে ছিলেন কর্মরত ছিলেন। এ ঘটনার সময় তিনি অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিলেন।

এ ব্যাপারে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা জানান, শুক্রবার (১১ মে) মেরিন লাইনসের নিজ বাড়িতে নিজের রিভলভার মুখে ঢুকিয়ে ট্রিগার টিপে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হিমাংশু ক্যানসারে ভুগছিলেন। তবে কেন আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।

এ পর্যন্ত তিনি বেশ কয়েকটি সাড়া জাগানো মামলার সমাধান করেছিলেন। এর মধ্যে আইপিএল স্পট ফিক্সিং, বলিউড অভিনেত্রী লায়লা খান ও তার পরিবারের হত্যাকাণ্ড এবং সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ড মামলারও তদন্ত হিমাংশু করেছিলেন। এসব অবদানের কারণে সর্বত্র বেশ সমাদৃত ছিলেন এই পুলিশ কর্মকর্তা।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর