আমেরিকার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যর ডাক দিলেন ট্রাম্প

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:১৭

সাহস ডেস্ক

আমেরিকান শ্রেষ্ঠত্বকে উপজীব্য করে নিজের প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণে ডেমোক্র্যাট-রিপাবলিকান ঐক্যের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শ্রেষ্ঠত্বের বর্ণবাদী ধারণাকে সঙ্গী করেই তিনি ডাক দিলেন রিপাবলিকান- ডেমোক্র্যাট সমন্বিত লড়াইয়ের।

ভাষণের শুরুতে গত এক বছরে ট্রাম্প প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি ও অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বপ্নের জীবনযাত্রা শুরু করার জন্য এর চেয়ে ভালো সময় আর তৈরি হয়নি।

ডেমোক্রেটদের উদ্দেশে রিপাবলিকানদের এই নেতা বলেন, এক লক্ষ্যে কাজ করতে আজ আমি আমাদের সব বিভেদ সরিয়ে রাখার কথা বলছি। ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রকে শক্তিশালী নাগরিকদের সমন্বয়ে গঠিত শক্তিশালী এক দেশ আখ্যা দিয়ে ট্রাম্প বলতে চেয়েছেন, স্বপ্ন-সম্ভাবনায় বিশ্বের আর কোনও দেশ যুক্তরাষ্ট্রের মত নয়।

ট্রাম্প বলেন, আমার প্রশাসন একটি নিরাপদ, শক্তিশালী এবং গর্বিত যুক্তরাষ্ট্র তৈরিতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, অভিবাসন আইনের ফাঁক-ফোকড়ের সুযোগ নিয়ে দরিদ্র মার্কিনীদের কাজের সুযোগে ভাগ বসায় ভিনদেশিরা। এ জন্য অভিবাসন আইন ঠিক করতে নতুন নীতিমালা প্রস্তাব করা হয়েছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত