তুরস্কের হামলায় সুপ্রাচীন ‘এইন দারা’ মন্দির ধ্বংস

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৮, ১১:৩৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৪৬

অনলাইন ডেস্ক

সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় তুর্কি বিমানবাহিনীর বোমা হামলায় সুপ্রাচীন মন্দির  ‘এইন দারা’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ান সরকার ও মনিটরিং গ্রুপগুলো এ খবর নিশ্চিত করেছে।

গত ২৬ জানুয়ারি (শুক্রবার) হামলাটি চালানো হলেও গণমাধ্যমগুলো ২৯ জানুয়ারি (সোমবার) হামলার খবর দিয়েছে।

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হামলায় আফরিন শহরের ১০ কিলোমিটার দক্ষিণের এইন দারা মন্দিরের প্রায় ৬০ শতাংশই ধ্বংস হয়েছে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোমার আঘাতে এইন দারার কেন্দ্রস্থলে বিরাট গর্ত হয়েছে। সেখানে থাকা বিশালাকার সিংহমূর্তির জায়গাটি ধ্বংসস্তুপে পরিণত হয়। এই মূর্তিটির জন্যই বিশেষত মন্দিরটি সুপিরিচিত ছিল।

মন্দিরটি নির্মিত হয়েছিল খৃস্টপূর্ব প্রথম সহস্রাব্দে। সিরিয়ার প্রত্নসম্পদ অধিদপ্তর এ হামলার তীব্র নিন্দা করেছে। বলেছে, এর মধ্য দিয়ে ‘সিরিয়ার জাতিসত্ত্বার পরিচয় এবং সিরিয়ার জনগণের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিরুদ্ধে তুরস্ক সরকারের ঘৃণা এবং বর্বরতারই বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে আফরিনে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি-কে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আঙ্কারা ঘোষণা করেছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর