সিরিয়ার থেকে তুরস্কে রকেট হামলা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯

সাহস ডেস্ক

সিরিয়ার আফরিনে তুরস্কের সেনাবাহিনীর চালানো অভিযানের পর সেখান থেকে তুরস্কের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে কুর্দি পিকেকে যোদ্ধারা। 

২৬ জানুয়ারি (শুক্রবার) সীমান্তবর্তী আফরিন এলাকা থেকে তুরস্কের হাতায় প্রদেশে এ হামলা চালানো হয়। তবে এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির পুলিশ জানিয়েছে, হাতায় প্রদেশে চালানো হামলা তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে ফায়ার সার্ভিস ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়।

এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী।

তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা ও শান্তি দিতে চেষ্টা করছে সেনাবাহিনী।

সাহস২৪.কম/ডেইলি সাবাহা/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত