আর্কটিক সাগরে ‘পোলার সিল্ক রুট’ তৈরি করবে চীন

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪৬

অনলাইন ডেস্ক

আর্কটিক সাগরের বরফে জাহাজ চলাচলের জন্য ‘পোলার সিল্ক রুট’ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে চীন। এর আগে স্থলপথে সিল্ক রুট পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছিল চীন।

স্থল এবং পানিপথে ব্যবহৃত রুট ছাড়াও ‘পোলার সিল্ক রুট’ তৈরি করার পেছনে বিশেষ একটি কারণ রয়েছে। আর তা হলো-এই পথে ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় বেইজিং। রুটের নাম দেওয়া হয়েছে ‘পোলার সিল্ক রুট’।

বেইজিং এই বিশেষ রুট তৈরি করতে রাশিয়া ও আর্কটিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। আর্কটিক অঞ্চলের অনেকস্থানের বরফ গলতে শুরু করেছে যার নেপথ্যে রয়েছে বিশ্ব উষ্ণায়ন। আর এই সুযোগের সদ্ব্যব্যবহার করতে আগ্রহী চীন।

‘পোলার সিল্ক রুট’ তৈরি করতে চীন সরকার ইতিমধ্যে একটি প্রকল্পের কাজ শুরু করেছে। এ প্রকল্পের নাম ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যার ব্যয় ধরা হয়েছে এক ট্রিলিয়ন ডলার।

সাহস২৪.কম/খান/আল মনসুর