শিশু জয়নাবের হত্যাকারী গ্রেপ্তার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৭

সাহস ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, ছয় বছরের শিশু জয়নাব আমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, ছয় বছরের শিশু জয়নাব আমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

২৩ জানুয়ারি (মঙ্গলবার) রাতে লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, ২৩ বছর বয়সী ওই হত্যাকারী ও ধর্ষকের নাম ইমরান আলী। তিনি একজন ক্রমিক খুনি। গত দুই বছরে ছয় থেকে সাত বছরের একাধিক মেয়েশিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আছে ইমরানের বিরুদ্ধে। 
শাহবাজ বলেন, আমাদের সমন্বিত চেষ্টা সফল হয়েছে। হত্যাকারী গ্রেপ্তার হয়েছে।’ 

তিনি জানান, জয়নাবের খুনিদের ধরতে ১ হাজার ১৫০ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এসব কাজ শেষে খুনিকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তার হওয়া ইমরানের পরীক্ষা শেষ হয়েছে। আর তাতে এ ঘটনায় ইমরানের সম্পৃক্ততা প্রমাণিত হয়।

তিনি জানান, ইমরান তার দোষ স্বীকার করেছেন। 

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি কাসুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে নিরুদ্দেশ হয় জয়নাব। কয়েক দিন পর একটি ময়লার গাদা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাহস২৪.কম/জুয়েনা/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত