আলাস্কায় ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৬

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাস্কা উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোডিয়াকের ৩০০ কিলোমিটার দক্ষিণপূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ওই সতর্কতা ক্যালিফোর্নিয়া, আলাস্কা ও ব্রিটিশ কলাম্বিয়া উপকূলের কয়েকটি এলাকায় জারি করা হয়েছে। উপদ্রুত এলাকার উঁচু স্থাপনাগুলোতে স্থানীয়দের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রাথমিক মাত্রা পরিমাপের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলছে, বড় ধরনের ঝুঁকিপূর্ণ সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কা আছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত