জম্মু ও কাশ্মীর সীমান্তে ৭ পাকিস্তানি সেনাকে হত্যা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৫২

সাহস ডেস্ক

জম্মু ও কাশ্মীরে পুঞ্চ জেলায় দুই দেশের মধ্যকার নিয়ন্ত্রণরেখায় সাত পাকিস্তানি সেনাকে হত্যা করার হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫ জানুয়ারি (সোমবার) সকালে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের রাওয়াতের অভিযোগ, নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করাতে সাহায্য করছে পাকিস্তান। এই পরিপ্রেক্ষিত টেনে তিনি বলেন, তাদের শিক্ষা দিতে আমরা আমাদের শক্তি ব্যবহার করতে পারি। পাকিস্তানের যেকোনো ধরনের উসকানির যথাযথ পাল্টা ব্যবস্থা নেব আমরা। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে পাকিস্তানের ভারত-বিরোধী কর্মকাণ্ড সফল হতে দেব না আমরা।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, সোমবার সকালে উরি সেক্টরে ভারতীয় বাহিনীর অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জাইশ-ই-মোহাম্মদের পাঁচ সদস্য নিহত হয়েছেন। তারা আত্মঘাতী হামলাকারী ছিলেন এবং ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

সাহস২৪.কম/এনডিটিভি অনলাইন/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত