‘ক্রিক হারবার টাওয়ার’ উচ্চতায় বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৬

অনলাইন ডেস্ক

বর্তমানে ‘বুর্জ খলিফা’ নামে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এর উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। তবে এই রেকর্ড ভাঙতে দুবাইতেই আরও বেশি উচ্চতার ভবন তৈরি হচ্ছে। ২০১৬ সালের অক্টোবরে ‘ক্রিক হারবার টাওয়ার’ নামে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। আর এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বেশি আকাশচুম্বী ভবন।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ক্রিক হারবার টাওয়ার নিয়ে দুবাইয়ের উচ্চাভিলাষ বুর্জ খলিফার চেয়েও বেশি। এটিকে ঘিরে গড়ে তোলা হবে ‘ক্রিক হারবার সিটি’। যেখানে সব ভবনই হবে সুউচ্চ। এই শহরে আবাসন হবে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের। ক্রিক হারবারের সিটির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকবে টাওয়ারটি। আবাসন খাতের প্রতিষ্ঠান ‘এমার’ এই প্রকল্পের কাজ পেয়েছে।

দুবাইতে এখন আবাসন খাতে মন্দা দেখা দিয়েছে। এমন অবস্থায় বিলাসবহুল এসব ভবনে কারা বাস করবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, মূলত বিদেশি গ্রাহকের কথা ভেবেই তৈরি হচ্ছে এই শহর।

২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ট্রেড ফেয়ারে উদ্বোধন করা হবে আকাশচুম্বী অট্টালিকা ক্রিক হারবার টাওয়ার।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর