অবশেষে রবার্ট মুগাবের পদত্যাগ

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৭, ১১:৩০

অনলাইন ডেস্ক

অবশেষে পদত্যাগ করলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকব মুডেন্ডা একথা বলেছেন।

২১ নভেম্বর (মঙ্গলবার) এ পদত্যাগ ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ সদস্যরা আনন্দ উল্লাস করেন। নাগরিকরা রাস্তায় এসে আনন্দ মিছিল বের করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পদত্যাগপত্রে মুগাবে উল্লেখ করেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট এমারসন মনাঙ্গাগোয়াকে বরখাস্ত করে স্ত্রী গ্রেস মুগাবেকে উত্তরসূরি করা নিয়ে মুগাবের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় ক্ষমতাসীন দলের। আর সেই সুযোগে ভাইস প্রেসিডেন্টের পক্ষ নিয়ে সেনাবাহিনী চলে আসে ক্ষমতার কেন্দ্রে।

মুগাবের নিজের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-পেট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ) তাকে সম্পাদকের পদ থেকে বহিষ্কার করে এবং ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপ্রধানের পদ ছেড়ে দেওয়ারও আহ্বান জানায়।

প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৮০ সালে জিম্বাবুয়েকে স্বাধীন করেছিলেন মুগাবে। তখন থেকেই তিনি দেশটির ক্ষমতায় আছেন। এ সময়ে ‘আফ্রিকার রুটির ঝুড়ি’ হিসেবে খ্যাত দেশটির অর্থনীতি ভেঙে পড়ে, সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।
সাহস২৪.কম/জুয়েনা