‘২০২২ সালের মধ্যেই কাশ্মীর সমস্যার সমাধান’

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৭, ১৮:১২

অনলাইন ডেস্ক

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০২২ সালের মধ্যে জম্মু-কাশ্মীর রাজ্যে বিদ্যমান সংকট নিরসনে সক্ষম হবে তার দেশ।১৮ আগস্ট (শুক্রবার) ‘নতুন ভারত’ গড়ার এক কর্মসূচিতে রাজনাথ এই মন্তব্য করেন।

রাজনাথ সিংকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সন্ত্রাস জানায়, নকশালবাদ, কাশ্মীর সমস্যার মতো বহু সমস্যা আছে। এসব সমস্যা নিয়ে বেশি কিছু বলার নেই। তবে আমি এটা নিশ্চিত করতে পারি যে, ২০২২ সালের মধ্যে, আমরা ‘নতুন ভারত’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি…তাই এটা বলতে পারি, ২০২২ সালের মধ্যে এসব সমস্যার একটা সমাধান পাওয়া যাবে। আমরা দেশবাসীকে এ বিষয়ে আশ্বস্ত করতে চাই”,। 

ভারতের রাজধানী দিল্লিতে ‘সানকাল্প সে সিদ্ধি’ (সংকল্প থেকে বাস্তবায়ন) নামের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে উপস্থিত শ্রোতাদের শপথ পড়ানও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই শপথে ভারতকে স্বচ্ছ করা, দারিদ্র্য, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও বর্ণপ্রথামুক্ত করার অঙ্গীকার করানো হয়।