প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী বিষয়ে ১০ উক্তি

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৬

সাহস ডেস্ক

দেশের সফলতম প্রধানমন্ত্রীর তালিকায় উঠে আসা নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার আদর্শ এবং চমৎকার রাজনৈতিক প্রজ্ঞায় দেশের সীমানা ছাপিয়ে বৈশ্বিক ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রীর তালিকায়ও শীর্ষে তুলে এনেছেন নিজের নাম। নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের নারী স্বাধীনতা এবং নারী অধিকারে রেখে গেছেন নিজস্ব ছাপ।

সময়ে সময়ে বিভিন্ন সভা এবং রচনায় জননেত্রী শেখ হাসিনার কিছু উল্লেখযোগ্য উক্তি সংগ্রহ করেছে সাহস২৪.কম।

নারী বিষয়ে শেখ হাসিনার সময়ে সময়ে ভাষণ এবং রচনা থেকে বাছাই করা ১০টি উক্তি

২০১৩ সালের ১৬ জানুয়ারি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে দেওয়া বক্তৃতা থেকে-

'রাশিয়া-বাংলাদেশ সহযোগিতার সমকালীন প্রেক্ষাপট' বিষয়ক বক্তৃতায় প্রদত্ত ভাষণ, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি জাতি কখনোই সত্যিকার উন্নতি ও সমৃদ্ধি অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা দেশের সমস্ত জনগোষ্টীর অর্ধেক-নারীদেরকে, বৈষম্যহীনভাবে পুরুষের সাথে এক কাতারে দাড়ানোর সুযোগ করে দিতে পারে।


২০১১ সালের ২৭ জানুয়ারি লন্ডনে আওয়ামী যুবলীগের আয়োজিত বিশ্বশান্তি সম্মেলনের ভাষণ থেকে-

'আমি মনে করি একটি জাতির সামগ্রিক উন্নতির জন্য জাতীয় জীবনে নারীর সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপুর্ণ।'

২০১৬ সালের ৮ মার্চ ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ থেকে-

'নারীমুক্তির প্রধান বাঁধা যদি হয় পুরুষ, তবে নারীমুক্তির পথপ্রদর্শকও পুরুষ। আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নারী এবং পুরুষের সমান অবদান।'

শেখ হাসিনার রচনাসমগ্র থেকে-

'আমাদের দেশে আত্মসচেতনতার অভাব রয়েছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু। তাই ধর্মীয় অনুশাসনের ক্ষেত্র যথেষ্ট বিস্তৃত। নারী সমাজকে মূল ধর্মীয় চিন্তা-চেতনার সঠিক ব্যাখ্যা দেওয়া হয় না। বরং ধর্মকে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করা হয়।'

 

'নারীদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নারী সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয়েচে। এ শক্তি কাজে লাগিয়ে সমাজসেবার সুযোগ করে দিতে হবে। তাঁর মেধা ও শ্রমশক্তিকে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে। আর তা করতে হলে সমাজ সম্পর্কে তাঁর মধ্যে সচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন।'

২০১৬ আলের ৮ মার্চ ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণ থেকে-

'আমি মনে করি নারীর ক্ষমতায়নের জন্য নারীদের অধিক হারে রাজনীতিতে অংশগ্রহণ জরুরি।'

২০১৬ আলের ৮ মার্চ ঢাকায় 'আন্তর্জাতিক নারী দিবস ২০১৬ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণ থেকে-

'নারীর ক্ষমতায়নে সর্বাগ্রে পুরুষ সমাজকেই এগিয়ে আসতে হবে। একজন পিতাই পারেন তাঁর কন্যার সুশিক্ষার ব্যবস্থা করতে। একজন ভাই পারেন তাঁর বোনের চলার পথকে মসৃণ করতে, একজন স্বামীই পারেন পরিবারে এবং পরিবারের বাইরে তাঁর সহধর্মিণীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে।' 

কাতারের দোহায় ২০১২ সালের ২৩ এপ্রিল জাতি সংঘের ইউওএনসিটিএডি'র ১৩তম সম্মেলনে দেওয়া ভাষণ থেকে-

'অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নারী উন্নয়নে বিনিয়োগ একটি ভালো উদ্যোগ এবং তা শুধুমাত্র লৈঙ্গিক সমতার খাতিরেই নয় বরং মানব উন্নয়ন আর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্যও ভালো।'

২০১১ সালের ৮ সেপ্টেম্বর ঢাকায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৪ উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণ থেকে-

'আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। যে-কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও শিক্ষাই দিতে পারে।'

২০১১ সালের ১৭ মে জেনেভায় বিশ্ব স্বাস্থ সমাবেশের ৬৪তম অধিবেশনে দেওয়া ভাষণ থেকে-

'একজন নারী হিসেবে স্বভাবতই নারীর সুস্বাস্থ্য নিশ্চিত করার ব্যপারে আমার পক্ষপাতিত্ব রয়েছে। আমি বিশ্বাস করি একজন সুস্থ নারীই একটি সুস্থ শিশুকে জন্ম দিতে এবং সঠিকভাবে লালন পালন করতে পারেন, যা মূলত একটি সুস্থ জাতি গড়ে ওঠার পেছনে অবদান রাখে।'

সাহস২৪.কম/এসটি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত