আজ সাফ ফুটবলে বাংলাদেশের প্রতিপক্ষ গোয়াংজু এফসি

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৩:০১

সাহস ডেস্ক

এশিয়ান গেমস ও সাফ ফুটবলে সাফল্যের লক্ষ্যে অনেক দিন ধরেই অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। কিছু দিন আগে কাতার ঘুরে আসা জাতীয় ফুটবল দল এখন দক্ষিণ কোরিয়ার মকপো শহরে। সেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মামুনুল-জামালরা। 

আজ ০১ আগস্ট (বুধবার) মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার ‘কে লিগ টু’ বা দ্বিতীয় বিভাগের দল গোয়াংজু এফসি।

কাতারে একটি ম্যাচ খেলে ড্র করেছিল বাংলাদেশ। ইংলিশ কোচ জেমি ডে’র অধীনে দ্বিতীয় ম্যাচে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা। ম্যাচের আগের দিন বাংলাদেশের কোচ বলেছেন, ‘অনেক দিন ধরেই ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আমরা তাদের ফিটনেস নিয়ে কাজ করছি। দেখা যাক, কোরিয়ান দলের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে।’

যদিও জেমি ডে’র ধারণা, কাতারের চেয়ে কোরিয়ায় অনেক বেশি লড়াই করতে হবে দলকে, ‘গোয়াংজু ক্লাব খেলার মধ্যে আছে। তাই কাতারের চেয়ে অনেক ভালো খেলতে হবে আগামীকাল। আমি জানি, কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে আমি ফল নিয়ে চিন্তিত নই। খেলোয়াড়দের পারফরম্যান্স আর ফিটনেস লেভেল কোন পর্যায়ে আছে, সেটা দেখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত