ভারতকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ২১:৫৩


সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ‘কেউ কথা রাখেনি।’ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য হেঁটেছেন বিপরীত পথে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আগেই বলেছিলেন, আহমেদাবাদে দর্শকদের স্তব্ধ করে দিতে চান তিনি। শেষ পর্যন্ত কথা রেখেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আহমেদাবাদ তো বটেই, পুরো ভারতকেই স্তব্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতল ধরলো অজিরা। ইতিহাসের সর্বোচ্চ ৬ষ্ঠ বিশ্বকাপ জিতলো অজিরা।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজের আক্রমণাত্মক খেলা শুরু করেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান ভারত অধিনায়ক।
ইনিংসের পঞ্চম ওভারে ভারত শিবিরে আঘাত হানেন অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক। শুভমান গিলকে অ্যাডাস জাস্পার হাতে ক্যাচ দিতে বাধ্য করান এই বাঁহাতি পেসার। ৭ বলে মাত্র ৪ রানে সাজঘরে ফেরত যান ভারত ওপেনার। ওয়ানডাউনে ক্রিজে আসেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারী বিরাট কোহলি। সাত ওভার শেষে দলীয় ৫০ রান পূরণ করে ভারত। তবে ১০ম ওভারের চতুর্থ বলে ভারত অধিনায়ককে ফেরত পাঠান ম্যাক্সওয়েল। মাত্র ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক।
রোহিতের পর উইকেটে এসে আক্রমণাত্মক শুরুর চেষ্টা করেছিলেন শ্রেয়াস আইয়ার। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। পরের ওভারেই এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন প্যাট কামিন্স।
এরপর রাহুলকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টায় ছিলেন কোহলি। তবে ব্যক্তিগত ফিফটি করে আর বেশি দূর এগোতে পারলেন না। ২৯তম ওভারের তৃতীয় বলটি খানিকটা খাটো লেন্থে করেছিলেন কামিন্সের বলে বোল্ড হয়ে ৬৩ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন কোহলি।
কোহলির পর আসেন রবীন্দ্র জাদেজাক। তবে ২২ বলে ৯ রান করে ৩৬তম ওভারের পঞ্চম বলে হ্যাজলউডের খাটো লেন্থের ডেলিভারীতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। ৭ নাম্বারে নামা সূর্যকুমার যাদবকে নিয়ে ঘুরে দাড়াতে চেষ্টা করেন রাহুল। তবে সেটি আর হতে দিলেন না স্টার্ক। ১০৭ বলে ৬৬ রান করা রাহুলকে ফেরান তিনি।
এরপর শামি, বুমরার বিদায়ের পর হতাশ করলেন সূর্যকুমারও। ১৮ রান করে জশ হ্যাজেলউডের ক্যাচ হন তিনি। বল তার গ্লাভস ছুঁয়ে জশ ইংলিসের গ্লাভসে ধরা পড়ে। ভারত ইনিংসের শেষ বলে রানআউটে কুলদীপ ফিরলে ২৪০ রানে থামে ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ৫৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন স্টার্ক। দুটি করে পান জশ হ্যাজেলউড ও কামিন্স।
মতামত দিন | পুরনো ফলাফল |