২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-কিউই সিরিজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩

সাহস ডেস্ক

এশিয়া কাপের ব্যর্থ মিশন এবার টাইগারদের সামনে নিউজিল্যান্ড সিরিজ। সাকিব আল হাসানের দল শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পরই আবারো ব্যস্ত হয়ে পড়তে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট নিয়ে। আগামী বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে। তিন ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ পৌঁছে গিয়েছে কিউইরা।  

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে টাইগারদের বিপক্ষে লকি ফার্গুসনের নেতৃত্বে বাংলাদেশে খেলতে এসেছে ব্ল্যাকক্যাপসরা। সদ্য ইংল্যান্ডে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ শেষে এবার বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ট্রেন্ট বোল্টরা। 

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে বিসিবি। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টাইগার ক্রিকেট বোর্ড জানিয়েছে কত টাকায় খেলা দেখতে পারবেন ভক্তরা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। অপরদিকে সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। 

টিকিটিং প্রক্রিয়াকে সহজ করতে ভক্তদের একটি নির্দিষ্ট উইন্ডোর জন্য তাদের ক্যালেন্ডারগুলো চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডে ম্যাচের অনলাইন টিকিট শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট [(www.tigercricket.com.bd)(https://ticket.tigercricket.com.bd/)]-এ ১৯শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরের দিন ২০শে সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টা পর্যন্ত বিক্রি হবে।

নিবন্ধন সম্পূর্ণ করতে ভক্তদের অবশ্যই একটি বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং একটি সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে। প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বাধিক দুটি (২টি) টিকেট কেনা যাবে।

অনলাইনে টিকিট নিশ্চিত করার পর ভক্তদের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের কাছে অবস্থিত একটি কালেকশন বুথ থেকে টিকিটের হার্ড কপি সংগ্রহ করতে হবে।

ম্যাচের আগের দিন এবং উভয় দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?