জাতীয় ক্রিকেট লীগ: খুলনার কোচ সৈয়দ রাসেল, সহকারী রবিউল

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪

শেখ নাদীর শাহ্, খুলনা

আগামী অক্টোবর মাসের ১০ তারিখ থেকে মাঠে গড়াতে চলেছে এবারের জাতীয় ক্রিকেট লীগ। তবে আসর শুরুর আগে বড়সড় এক চমক দেখালো খুলনা বিভাগ। জাতীয় দলের সাবেক তারকা পেসার সৈয়দ রাসেলকে তাদের প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি গত আসরের ন্যায় এবারো সহকারী কোচের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক আরেক পেসার রবিউল ইসলাম।

দলের সহকারী কোচ রবিউল ইসলাম রাসেলের খুলনা বিভাগের প্রধান কোচ হওয়ার খবরটি নিশ্চিত করে জানান, খুব দ্রুত রাসেল দেশে ফিরবেন, স্কিল ক্যাম্পিং শুরুর আগেই দায়িত্ব গ্রহণ করবেন বলেও জানান রবিউল ইসলাম বলেন, ‘গত বছরও তিনি সহকারী কোচের দায়িত্বে ছিলাম, সেবার রিপন ভাইয়ের সাথে কাজ করেছি। এবার ইনশাআল্লাহ রাসেল ভাইয়ের সাথে কাজ করব। ২৫ তারিখ থেকে সম্ভবত ফিটনেস পরীক্ষা হবে খেলোয়াড়দের এরপর ২৮ তারিখ থেকে স্কিল ক্যাম্পিং শুরু হবে। এরপর ১০ অক্টেবরে খুলনায় আমাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।’

এর আগে বিপিএলের সপ্তম আসরে প্রথমবারের মতো ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ রাসেল। এরপর খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির বোলিং কোচের দায়িত্বে। এছাড়া রবিউল ইসলামও জাতীয় দল থেকে অবসরের পর কোচিং পেশা বেছে নিয়েছেন। গেল আসরের পর এবারো খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত