কোহলি ফুরিয়ে যায়নি: ব্রায়ান লারা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১৯:০১

সাহস ডেস্ক

খারাপ সময়টা পার করে আরও ভালো ব্যাটসম্যান হয়ে ফিরবে কোহলি। সে ফুরিয়ে যায়নি বলেছেন সর্বকালের কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি বলেছেন, এই খারাপ সময় কোহলিকে অনেক কিছু শেখাবে, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি কোহলিকে অনেক সম্মান করি।’

অনেক দিন যাবৎ ব্যাটে রান পাচ্ছেন না বিরাট কোহলি। তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আবার কেন রান পাচ্ছেন না তিনি, কীভাবে ফিরতে পারেন রানে, এ নিয়েও নানা মতামত দিচ্ছেন অনেক মুনিষিরা। কেউ বলছেন, বর্তমান ভারত দলে কোহলির জায়গা নেই। আবার কেউ বলছেন, কোহলিই হবেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ‘ট্রাম্পকার্ড’। তবে সর্বকালের সেরা ব্যাটারদের একজন ব্রায়ান লারা আর চুপ থাকতে পারেননি। লারা মনে করেন, ‘এই খারাপ সময়টা পার করলে সে আরও ভালো ব্যাটসম্যান হয়ে ফিরবে। এই রানখরা তাকে অনেক কিছু শেখাবে। সে ফুরিয়ে যায়নি।’

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি, বাংলাদেশের বিপক্ষে কলকাতায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার সর্বশেষ সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছিলেন ওই বছরের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে। টেস্ট ক্যারিয়ারে যার ব্যাটিং গড় ৫০-এর মতো, সর্বশেষ ১২ মাসে তিনি এই সংস্করণে রান করেছেন মাত্র ৩১ গড়ে। ওয়ানডে ক্যারিয়ারের ব্যাটিং গড় ৫৭.৬৮, অথচ সর্বশেষ ১২ মাসে তিনি ওয়ানডেতে রান করেছেন মাত্র ২১.৮৭ গড়ে। একই দৃশ্য টি-টোয়েন্টিতেও ক্যারিয়ার গড় ৫০-এর বিপরীতে সর্বশেষ ১২ মাসের গড় ২৪-এর মতো। বোঝাই যাচ্ছে, ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা পার করছেন তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার। তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি তো নেই-ই, বছরখানেক ধরে কার্যকরী ইনিংসও তেমন খেলতে পারছেন না। ভুলের পুনরাবৃত্তি করে দৃষ্টিকটুভাবে উইকেট দিয়ে আসছেন বারবার। সবশেষ আইপিএলেও ছিলেন নিজের ছায়া হয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত