‘মাহমুদউল্লাহ বেশ ইতিবাচকভাবে নিয়েছে’

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৬:৪৮

সাহস ডেস্ক

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল নেতৃত্বতো বটেই, দল থেকেই জায়গা হারাতে বসেছেন এ অভিজ্ঞ খেলোয়াড়। এমন কি দলে বড় পরিবর্তনও আসছে। আর সেটাই বাস্তবে পরিণত হল। নেতৃত্বের পাশাপাশি দলে জায়গাও হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফর থেকে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে বাদ দেয়া হয়েছে। তার পরিবর্তে নুরুল হাসানকে অধিনায়কত্ব করে জিম্বাবুয়ে সফরের জন্য ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত নেয়ার পর গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুজনেই জানালেন, তাদের নেওয়া সিদ্ধান্তটা বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন মাহমুদউল্লাহ।

শুক্রবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে টিম ম্যানেজমেন্টের একটি সভা হয়। সভায় ছিলেন তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাকের সঙ্গে অপারেশন্স চেয়ারম্যান ও টিম ডিরেক্টর। মাহমুদউল্লাহকেও ডাকা হয়। সভা শেষে গণমাধ্যমকে দল বদলের বিষয়ে জালাল ইউনুস জানিয়েছেন, ‘টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি’। তিনি আরও বলেন, ‘এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।’

বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন মাহমুদউল্লাহ, তবে তার কিছু প্রশ্নের জবাব দিতে হয়েছে জানিয়ে অপারেশন্স চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সে খুব ইতিবাচকভাবে নিয়েছে। ওর কিছু প্রশ্ন ছিল, আমরা উত্তর দিয়েছি। ইতিবাচকভাবেই নিয়েছে জিনিসটা।’ নুরুল হাসান নেতৃত্ব পাওয়ায় টি-টোয়েন্টি দলে ঠাঁই হয়নি মুশফিকুর রহিমেরও। তবে মাহমুদউল্লাহ ও মুশফিকের বেলায় ‘বাদ’ না বলে ‘বিশ্রাম’ শব্দটা ব্যবহার করেছে বিসিবি। টি-টোয়েন্টিতে ভাল না করায় এই অভিজ্ঞদের সরিয়ে রেখেই সামনে এগিয়ে যেতে চান খালেদ মাহমুদ। তিনি আরও বলেছেন, ‘এটাকে পরীক্ষামূলক বলছি না, কারণ আমরা তো ভাল করছি না। ভাল করতে পারব কিনা জানি না। কিছু বদল আনার চেষ্টা করছি। ইতিবাচক কিছু পাওয়ার জন্য বদল এনেছি।’ তার সঙ্গে একই কথা যোগ করে টিম ডিরেক্টর বলেছেন, ‘ভালো খেললে পরে ভাল যেত পরীক্ষা নিরীক্ষা। আমরাতো ভাল করছি না। কাজেই নতুন একটা দল চেষ্টা করছি। ওরা তো খেলেছে রিয়াদ, মুশফিক। তরুণদের সুযোগ দিচ্ছি, দেখা যাক তারা কি করে।’

নিজের বাজে ফর্ম ও দলের টানা হারে নেতৃত্ব হারানোর পাশাপাশি বাদ পড়তে যাচ্ছেন মাহমুদউল্লাহ। কয়েকদিন আগেই এটা জানা গিয়েছিল। এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন, ‘ভালো করতে হলে বদল আনতেই হবে।’ সেই বদলেরই প্রতিফলন দেখা গেল। নুরুল হাসান পেলেন নেতৃত্ব। তবে সেটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য। মূলত ছুটিতে থাকা সাকিব আল হাসান জিম্বাবুয়েতে না যাওয়াতেই তাকে দায়িত্ব দিয়েছে বোর্ড। অগাস্টের শেষে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশকে সাকিবই যে নেতৃত্ব দিতে যাচ্ছেন তা অনেকটা অনুমিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত