লেভানডফস্কিকে দলে ভেড়ানোর সামর্থ্য নেই বার্সেলোনার

প্রকাশ : ২২ মে ২০২২, ১৯:৪৩

সাহস ডেস্ক

বায়ার্ন মিউনিখ ছাড়তে মরিয়া লেভানডফস্কি, সেটা তিনি নিজেই বলে দিয়েছেন। কিন্তু তাকে ছাড়বে না জার্মান ক্লাবটি। যদিও ক্লাবটির সঙ্গে আরও এক বছর চুক্তি আছে লেভার। কিন্তু তিনি চান এ মৌসুমেই বায়ার্ন ছেড়তে। এদিকে তাকে পাওয়ার অপেক্ষায় বার্সেলোনা। এ নিয়ে লেভার সঙ্গে সরাসরি কথাও হয়েছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের। কিন্তু কথা হচ্ছে লেভাকে কিনতে আর্থিক সামর্থ আছে কিনা বার্সার? লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস তো মনে করেন, সে সামর্থ বার্সার নেই।

এদিকে লেভানডফস্কি দলে ভেড়ানো নিয়ে রবিবার (২২ মে) তার সঙ্গে আরেক দফা কথা হয়েছে বলে জানিয়েছেন বার্সা কোচ। তবে পোলিশ ফরোয়ার্ডকে এই গ্রীষ্মে দলে ভেড়াতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে জাভি বলেন, ‘হ্যাঁ, তার এখানে আসার একটা সম্ভাবনা আছে। সে তো এটা জনসমক্ষেই বলেছে। আলোচনা চলছে। কিন্তু বিষয়টা তো আর সহজ নয়। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি আছে।’

জাভি এমনটা বললেও লা লিগার সভাপতি তেবাস বলছেন উল্টো কথা। বায়ার্ন থেকে বার্সার লেভাকে চুক্তিবদ্ধ করার সম্ভাবনাই দেখেন না তিনি। তেবাসের কথা, বার্সার অত অর্থ কোথায়! স্প্যানিশ পত্রিকা মার্কায় তিনি বলেছেন, ‘আজকের হিসেবে আমি বলব, না। কিছু একটা ঘটতে হবে। আমি জানি না সেটা ঘটবে কি না।’ অন্য কিছু ঘটা বলতে তেবাস বার্সেলোনার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার বিষয়টি বুঝিয়েছেন। তেবাসের কথা, ‘আগে তাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত