সিরি ‘আ’ লিগ

শিরোপ জিতবে কোন মিলান?

প্রকাশ : ১৬ মে ২০২২, ২০:৫৬

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌরে যেমন লড়াই চলছে ম্যানচেস্টার সিটি-লিভারপুলের মধ্যে। তেমনি ইতালিতেও সিরি ‘আ’র শিরোপা জয়ের দৌরে লড়াই চলছে দুই মিলানের মধ্যে, এসি মিলা ও ইন্টার মিলান। দুই পয়েন্ট কম নিয়ে এসি মিলানের ঘারে নিশ্বাস ফেলে ছুটছে ইন্টার মিলান। গত কয়েক সপ্তাহ ধরেই চলছে দুই দলের মধে শিরোপা দৌর। ৩৭তম ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা দৌরে শীর্ষে আছে এসি মলিান আর সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে ইন্টার মিলান। শিরোপার লড়াইয়ের মীমাংসা হবে মৌসুমের শেষ সপ্তাহে।

মিলান মৌসুমের শেষ ম্যাচটা খেলবে সাসসুয়োলোরর বিপক্ষে। ওই ম্যাচ জিতে গেলেই ১১ বছর পর সিরি আ-র ট্রফি ফিরবে মিলানে। তবে ১১ বছরের সেই অপেক্ষা ফুরাতে পারে আজই, যদি ক্যালিয়ারির মাঠে ম্যাচটা হেরে যায় ইন্টার। ২০১০-১১ মৌসুমে সর্বশেষ ইতালিয়ান লিগ জেতা দলের একজন অবশ্য আছেন এই মৌসুমের মিলান দলেও-জ্লাতান ইব্রাহিমোভিচ। ৩৬তম ম্যাচটিতে আতালান্তার বিপক্ষে মাঠে নামেননি ইব্রা। ছিলেন বেঞ্চে। শিরোপা লড়াইয়ে মৌসুমের ম্যাচে হয়তো মাঠে নামবেন তিনি।

আগামী ২২ মে শেষ ম্যাচটিতে সাসুওলোর মাঠে নামবে মিলান। শিরোপা ধরে রাখতে স্বাগতিকদের বিপক্ষে জিততেই হবে মিলানের। এদিকে একই দিনে জিনেদের মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষে নামবে ইন্টার। শিরোপা ধরে রাখতে হলে সে ম্যাচটিতে জিততেই হবে তাদের। এবার দেখার বিষয় এবারের শিরোপা কার ঘরে ওঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত