জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বোনাস দিচ্ছে বিসিবি

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৮:২৭

সাহস ডেস্ক

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বোনাস দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই লাখ টাকা করে বোনাস দেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার (১৩ মে) বিকেলে কক্সবাজারে হোটেল রয়েল টিউলিপে ক্রীড়া সংগঠকদের ঈদ পুনর্মিলনীতে ক্রিকেট বোর্ড থেকে পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘আপনারা চার-পাঁচটা খেলা চিহ্নিত করেন। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা তৈরি করে বিসিবিতে পাঠান। শাহেদ ভাইকে (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব) সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। আমার ধারণা, আপনাদের সমস্যা থাকার কথা নয়।’

তিনি বলেন, ‘যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এতটা খেলাধুলা বান্ধব, এ রকম একজন প্রধানমন্ত্রীকে পেয়ে যদি উনাকে কাজে লাগাতে না পারি, তার চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এই জায়গাটা কাজে লাগাতে হবে। উনার সঙ্গে কথা বলে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি। ওই সময় রুটিন অনুদানের বাইরে বিসিবির পক্ষ থেকে একটি বিশেষ বোনাসের ঘোষণা দেন পাপন। তিনি বলেন, ‘আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। শাহেদ ভাইয়ের সঙ্গে এর আগে কখনও এমন অনুষ্ঠানে যাইনি আমি। সেই খুশি থেকে স্পেশাল বোনাস হিসেবে ২ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিলাম।’

এছাড়াও জটিল কিডনি রোগে আক্রান্ত শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হকের চিকিৎসায় বিসিবি থেকে ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এই ক্রীড়া সংগঠকের চিকিৎসায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদও ২ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত