আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ১৮:৫০

সাহস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকাই বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ও মিডিয়াম পেসার কাইরন পোলার্ড। ক্যারিবীয়দের জার্সি গায়ে আর কখনো দেখা যাবে না পোলার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েই নিজের বিদায় বার্তা দিলেন তিনি।

বুধবার (২০ এপ্রিল) রাতে ইন্সটাগ্রামে এক ভিডিও পোস্টে এ বার্তা দিয়েছেন পোলার্ড।

ভিডিও বার্তায় পোলার্ড জানান, ‘অনেক ভেবে চিনতে আলোচনা করে আজ সিদ্ধান্ত নিয়েছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

তিনি বলেন, ‘অনেক তরুণের মতো আমারও সেই ১০ বছর বয়স থেকে স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করা। আমি গর্বিত ১৫ বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পেরেছি।’

ক্যারিবীয় তারকা আরও বলেন, ‘স্পষ্টভাবে মনে আছে ২০০৭ সালে আমার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল শৈশবের হিরো ব্রায়ান লারার অধীনে। মেরুন রঙের সেই জার্সি পরে খেলা, কিংবদন্তিদের সঙ্গ পাওয়া ছিল বিশাল কিছু। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং যাই করি না কেন খেলাটার প্রতি আমার আত্মার সম্পর্ক।’

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় পোলার্ডের। ২০০৮ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফর্মেটে অভিষেক তার। তবে কখনই টেস্ট ম্যাচ খেলেননি পোলার্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১২৩টি ওয়ানডে খেলেছেন পোলার্ড, যেখানে রান করেছেন ২৬.০১ গড় আর ৯৪.৪১ স্ট্রাইকরেটে ২ হাজার ৭০৬। এই ফর্মেটে উইকেট নিয়েছেন ৪৪টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১০১টি, রান করেছেন ২৫.৩০ গড় ও ১৩৫.১৪ স্ট্রাইকরেটে পোলার্ডের রান ১ হাজার ৫৬৯। এই ফর্মেটে উইকেট নিয়েছেন ১৯টি। ওয়ানডেতে ১৩৫টি ও টি-টোয়েন্টি ৯৯টি ছক্কা মেরেছেন এই আগ্রাসী ব্যাটার।

২০১৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে বাদ পড়েছিলেন ড্যারেন সামি ও ডোয়াইন ব্রাভোর সঙ্গে। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর খেলেছেন বিরতি দিয়ে দিয়ে। ২০১৯ সালে তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনে চরম ব্যর্থ ছিল ক্যারিবিয়ানরা। ৩৪ পেরুনো পোলার্ড বর্তমানে ব্যস্ত আছেন আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অবশ্য এবার তার পারফরমান্স বেশ মলিন। আন্তর্জাতিক ক্রিকেটেও হয়ত নিজের শেষটা দেখে নিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত