উঁচু মানের স্পিন আমরা ভালো খেলি না: মুমিনুল

প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১৮:৪০

সাহস ডেস্ক

দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এক ঘণ্টার বেশি টিকতে পারল না মুমিনুলবাহিনী। মাত্র ৮০ রানে গুটিয়ে যায় ডোমিঙ্গোর দল। এতে ৩৩২ রানের বিশাল হারে দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। এতে প্রশ্ন উঠাই স্বাভাবিক। দেশে এতো স্পিন থাকা সত্ত্বেও কেনো বারবার খেই হারায় মুমিনুলের দল।

সোমবার (১১ এপ্রিল) পোর্ট এলিজাবেথ দ্বিতীয় টেস্টে ৩৩২ রানে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘দুই-একজন ছাড়া বাংলাদেশের বাকিরা স্পিন ভালো খেলে না। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের স্পিনারদের মধ্যে পার্থক্যও অনেক।’

উঁচু মানের স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা আগে থেকেই রয়েছে জানিয়ে বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলেন, ‘এটা তো আগে থেকেই সবাই জানে। উঁচু মানের স্পিনের বিপক্ষে আমরা খুব বেশি ভালো খেলোয়াড় না, আমার কাছে মনে হয়। শুনতে খারাপ লাগবে। আমরা দুই-একজন ছাড়া কেউ ভালো স্পিন খেলি না। হয়তো কোনদিক দিয়ে কীভাবে খেলতে হবে সেটা আমরা বুঝি না। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।’

বাংলাদেশের স্পিনারদের উপমহাদেশের বাইরে সফল হতে না পারার পেছনে উইকেটের দায় দিলেন মুমিনুল, পাশাপাশি টেকনিক্যাল ঘাটতির কথাও বললেন, ‘আমাদের দেশে দেশে যে উইকেট আর এখানকার যে উইকেট, তা কিন্তু আলাদা। বিশেষ করে, উপমহাদেশের বাইরে (উইকেট আলাদা)। সাইড স্পিন বলে একটা কথা আছে, যেটা আমাদের দেশে খুব কাজে দেয়। তো এই সাইড স্পিনটা আমাদের উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এসব জায়গায় সাইড স্পিন অতটা কাজে দেয় না, ওভারস্পিন খুব কাজে দেয়। আমাদের দেশের খেলোয়াড়রা এখানে এসে ওভারস্পিন করবে, সেটা এক-দুই দিনে (সম্ভব না)। টেকনিকও চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে তার আগের টেকনিক ক্ষতিগ্রস্ত হবে। আর সত্যি বলতে, ঘরোয়া ক্রিকেটের স্পিনার ও আন্তর্জাতিক ক্রিকেটের স্পিনারের মধ্যে অনেক পার্থক্য।’

প্রোটিয়াদের মাটিতে দুই টেস্টের সিরিজে মোট ৪০ উইকেটের মধ্যে স্পিনারদের কাছে ২৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ডারবানে প্রথম টেস্টে ১৪টি, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ১৫টি। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ নেন ১৬ উইকেট। টানা দুই ম্যাচে ইনিংসে ৭ উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। সাত বছর পর এই সংস্করণে খেলতে নামা অফ স্পিনার সাইমন হার্মার দখল করেন ১৩ উইকেট। অতীতে ঘরের মাঠে টেস্টে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের স্পিনারদের বিপক্ষেও হুড়মুড় করে গুঁড়িয়ে যাওয়ার রেকর্ড আছে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত