স্বাধীনতা দিবস জাতীয় টেনিস টুর্নামেন্ট

আফিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন জারা

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ২৩:০৫

ব্যাপক আয়োজন ও উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এগিয়ে চলেছে স্বাধীনতা দিবস জাতীয় টেনিস টুর্নামেন্ট। টুর্নামেন্টের বালিকা অনূর্ধ্ব ১২ একক ফাইনাল ম্যাচে নওগাঁ টেনিস ক্লাবের আফিয়া আয়মানকে ৮-৪ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন হুমায়রা হায়দার জারা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ম্যাচ সুপারভাইজার রাজনীতা চৌধুরীর পরিচালনায় অনূর্ধ্ব ১২ বালিকা এককের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এর আগে গত ১৮ মার্চ ধামরাইয়ে অবস্থিত ফিল্ম ভ্যালি টেনিস ক্লাবে উদ্বোধন করা হয় জাতীয় এই টুর্নামেন্টের। আগামী ২৯ মার্চ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে টেনিসের সুদিন ফিরতে শুরু করেছে। দেশে টেনিসের উন্নয়নে এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে, জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনার মাধ্যমে নতুন প্রজন্মের তারকা খেলোয়াড়দের তুলে আনা সম্ভব হচ্ছে। সর্বশেষ অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোতে ধারাবাহিক অগ্রগতি বিবেচনায় বলা যায়- উত্তরা ক্লাবের খেলোয়াড় হুমায়রা হায়দার জারা নিঃসন্দেহে টেনিসের আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

বিগত বছরের ডিসেম্বরে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ (জেটিআই) টুর্নামেন্টে অনূর্ধ্ব ১২ বালিকা এককে চ্যাম্পিয়ন হন হুমায়রা হায়দার জারা। চলতি বছরের ১৭ মার্চ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট।  টুর্নামেন্টে হুমায়রা হায়দার জারা অনূর্ধ্ব ১২ বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া, উত্তরা ক্লাব আয়োজিত জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২২ এর অনূর্ধ্ব ১২ বালিকা এককেও চ্যাম্পিয়নের মুকুট পরেন জারা।

হুমায়রা হায়দার জারার প্রশিক্ষক দেলোয়ার হোসেন বলেন- তারকা খেলোয়াড় সৃষ্টির জন্য জাতীয় পর্যায়ে একাধিক টুর্নামেন্ট আয়োজনের বিকল্প নেই। এছাড়া, আন্তজার্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের আরো উদ্যোগ নিতে হবে। তবেই দেশের মাটিতে আন্তজার্তিক মানের টেনিস খেলোয়াড় জন্ম নিবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ফিল্ম ভ্যালি লিমিটেড, এবি.আর স্পিনিং মিল লিমিটেড এবং আকিজ ফুড এন্ড বেভারেজ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবস জাতীয় টেনিস টুর্নামেন্ট। ফলে, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স এখন বিভিন্ন বয়েসি খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত