প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতায়

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০৩:১০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে জাতীয় টেনিস টুর্নামেন্ট। 

বুধবার (২৩ মার্চ) রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা ২০২২’ এর পুরুষ এককের কোয়ার্টার ফাইনালসহ অন্যান্য খেলা অনুষ্ঠিত হয়। 

খেলার বিস্তারিত ফলাফল: পুরুষ একক কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেন ৬-৪, ৬-৩ গেমে মাহাদি হাসান আলভিকে, জুয়েল রানা ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে বিপ্লব রামকে, রঞ্জর রাম ৬-১, ৭-৫ গেমে কাউসারকে, আরিফ হোসেন ৬-১, ৬-৪, গেমে মোঃ রানাকে পরজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

পুরুষ দ্বৈতের খেলায় রুবেল হোসেন ও বিপ্লব রাম জুটি ৬-২, ৬-১ গেমে জাহিদুল হাসান ও আফরাজ জুটিকে, জনি ও ইমন জুটি ৬-১, ৬-১ গেমে নাহিদ ও তাসিব জুটিকে, দীপু লাল  ও আরিফ হোসেন জুটি ৬-৪, ৭-৫ গেমে ইলিয়াস ও নুরুল ইসলাম জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

করোনার মহামারির দীর্ঘ বিরতির পর ফিল্ম ভ্যালি লিমিটেড, এবি.আর স্পিনিং মিল লিমিটেড এবং আকিজ ফুড এন্ড বেভারেজ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল টেনিসের জাতীয় টুর্নামেন্ট। ফলে, শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স বিভিন্ন বয়েসি খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত