ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:০৬

সাহস ডেস্ক

পাঁচ দলের রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল খেলবে ফাইনালে। এমন সমীকরণ নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের ফেভারিট দল ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে তালিকার শীর্ষে রয়েছে গোলাম রব্বানীর দল।।

ভারতের বিপক্ষে আজ বাংলাদেশ জিতলেও খেলায় ছন্দ খুঁজে পাওয়া যায়নি। টুর্নামেন্টে ফেভারিটের মতো দল ভারতও ঠিক মতো খেলতে পারেনি। মাঝমাঠ ব্যবহার না করে দুদলই লম্বা পাস খেলে সরাসরি আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। তবে দুদলই তা বিপদমুক্ত করেছে। শারীরিকভাবে পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে বল বাতাসে বেশি থাকলে সে খেলা চোখের জন্যও খুব কষ্টকর। গোলটি ছাড়া বাংলাদেশের মাত্র দুটি গোলের সুযোগ পেয়েছিল। কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে ঝাঁকুনি দিতে পারলেও গোলে ভারতের শট ছিল মাত্র একটি।

এদিন শুরুতেই এগিয়ে বাঘিনীরা। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি পায় তারা। বক্সের মধ্যে তহুরা খাতুনকে ফাউল করেন ভারতীয় ডিফেন্ডার ক্রিতিনা দেবী। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে বল জালে জড়িয়ে বাংলাদেশকে জয়টি এনে দেন অভিজ্ঞ লেফটব্যাক শামসুন্নাহার।

এ ম্যাচটি ছিল বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণে এগিয়ে থাকার লড়াই। এই লড়াইয়ে শামসুন্নাহারের একমাত্র গোলে ভারতকে হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের। আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কাকে হারালে নিশ্চিন্তে ফাইল খেলবে বাংলাদেশ।

এদিকে আজকের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৭। এদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেপাল। তবে ভরত ও নেপাল এখনো মুখোমুখি হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত