ছুটি পেয়েছেন সাকিব

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩

সাহস ডেস্ক

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের ছুটি মঞ্জুর হয়েছে।

আজ সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরের জন্য আগেই ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু লিখিতভাবে ছুটি না চাওয়ায় সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে বিসিবি। পরে সাকিব লিখিতভাবে ছুটির আবেদন করলে তা মঞ্জুর হয়।

সাকিবের জন্য অবশ্য বিষয়টি নতুন নয়। চোট ও বিশ্রামে টেস্ট ক্রিকেট যেন খেলাই হচ্ছে না সাকিবের। ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু হয় সাকিবের টেস্ট ক্রিকেট থেকে ছুটি নেওয়া। সেবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস ছুটি নিয়েছেন মানসিক ও শারীরিকভাবে চাঙা হয়ে ক্রিকেটে ফেরার জন্য। চোট, আইসিসির নিষেধাজ্ঞায় এরপর বেশ কিছু টেস্ট ম্যাচ খেলা হয়নি সাকিবের।

গত চার বছরের পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে মাত্র ৮টি টেস্ট খেলেছেন সাকিব। এ সময়ে ২৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত