অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন সাকিব

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২১:২৯

সাহস ডেস্ক
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: ক্রিকহান্ট

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২০ পয়েন্ট পেয়েছেন। এতে আফগান অলরাউন্ডা মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আবারো দখল করেছেন সাকিব আল হাসান।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার অলরাউন্ডার। যেখানে তার বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই ঈর্ষণীয়। ব্যাট হাতে চার ম্যাচে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান।

এক টুর্নামেন্টে কোনো বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এমন পারফরম্যানসের সুবাদে ২০ রেটিং বেড়ে বর্তমানে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষস্থানে ফিরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

অন্যদিকে ১০ রেটিং কমে ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মোহাম্মদ নবী। ১৬৫ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নামিবিয়ার জে জে স্মিট।

অন্যদিকে ৪১৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে আগে থেকেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন সাকিব। ২৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে রয়েছেন মোহাম্মদ নবি। ২৮২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন ক্রিস ওকস। ২৭০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন রশিদ খান।

পর্যাপ্ত টেস্ট না খেলায় ৩৪৩ র‌্যাটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের চতুর্থস্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব। ৩৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয়তে রবিন্দ্র জাদেজা। ৩৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বেন স্টোকস। ৪৩৪ পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত