অধিনায়কের পদ থেকে অব্যহতি নিলেন রশিদ খান

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

সাহস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তালেবান সরকার যে স্কোয়াড ঘোষণা করেছেন, তাতে সন্তুষ্ট নন আফগান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান। ফলশ্রুতিতে অধিনায়কের পদ থেকে অব্যহতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণার মিনিট খানেক সময় পরেই এই সিদ্ধান্ত জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি এএফপিকে বলেন, ‘তালেবান সরকার স্কোয়াড ঘোষণার আগে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা করেনি। কিন্তু দলের অধিনায়ক হিসেবে সিলেকশন কমিটিতে আমারও থাকার কথা ছিলো। তারা সেটা করেনি। তাই আমি অধিনায়ক পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

তিনি আরো বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা অনতিবিলম্বে কার্যকরের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি দেশের জন্য খেলতে গর্ববোধ করি’।

তবে, ঠিক কোন কোন খেলোয়াড়কে দলভূক্ত করায় এই সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে এখনো কিছু বলেননি রশিদ। বিশ্লেশকদের মতে, রশিদের এই হঠাৎ অব্যহতিতে চাপের মুখে পড়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি।

সাহস২৪.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত