চতুর্থ টি-টোয়েন্টি

টাইগারদের টানা সিরিজ জয়: অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে থাবা

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার মতো এবার নিউজিল্যান্ডকেও থাবা বসিয়ে দিলো টাইগাররা। নাসুম আহমেদ ও মোস্তাফিজের পর মাহমুদউল্লাহর দুর্দান্ত ফিনিসিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আজ চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত সফরকারি কিউইদের ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সিরিজের শেষ ও পঞ্চমতম ম্যাচটি আগামী ১০ সেপ্টেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে সফরকারিরা। নাসুম আহমেদের ঘূর্ণি ও মোস্তাফিজের কাটারে ক্রিজে দাঁড়াতে পারেনি কিউইরা। মাত্র ৯৩ রানে তাদের অলআউট করেছে স্বাগতিকরা।

কিউইদের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করে জয়ের বন্দরে পৌঁছে গেলো বাংলাদেশ। দেশের হয়ে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম ও লিটন দাস। তবে ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি লিটন। মাত্র ৬ রান করে ম্যাককনচির বলে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তারপরে নামে সাকিব আল হাসান। তিনিও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। মাত্র ৮ রান করে এজাজ প্যাটেলের বলে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন সাকিব। এরপর মুশফিকও আসলেন আর গেলেন। এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরলেন তিনি।

তারপরে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাঈমকে নিয়ে গড়েন ৩৫ রানের ছোটো একটি জুটি। এরপরই ফিরে যান নাঈম। ৩৫ বলে ১ চার ১ ছক্কায় ২৯ রান করে রান আউট হয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। তার ফিরে যাওয়ার পর নামেন আফিফ হোসেন। আফিফকে নিয়ে দেখে শুনে দেশকে জিতিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। অবশেষে ৬ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন এবং ৪৮ বলে ১ চার ২ ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কিউইদের হয়ে এজাজ প্যাটেল ২টি ও ম্যাককনচি ১টি উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পরে কিউইরা। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে শুধু মাত্র সর্বোচ্চ রান করেছেন উইলি ইয়ং। ৪৮ বলে ৫ চার ১ ছক্কায় ৪৬ রান করে মোস্তাফিজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইয়ং। এরপর ২৬ বলে ১ চারে ২১ রান করে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন অধিনায়ক টম লাথাম।

১২ রান করে নাসুমের বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন। এছাড়া আর কেউ ভালো স্কোর করতে পারেনি। অবশেষে কিউইদের ৯৩ রানে অলআউট করে বাংলাদেশ।

দেশের হয়ে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৪টি করে এবং মেহেদী হাসান সাইফউদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

কিউইদের দেওয়া ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ।