দুই বছর পরপর ফুটবল বিশ্বাকাপের আয়োজনে বাফুফের সমর্থন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১১

অনলাইন ডেস্ক

প্রতি চার বছরের পরিবর্তে দুই বছর পরপর বিশ্বাকাপ আয়োজনের প্রস্তাব জানিয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফার এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে দক্ষিণ এশিয়ার চারটি ফুটবল ফেডারেশন। এই প্রস্তাবে সমর্থন জনিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে, এমনটা হলে এই অঞ্চলে ফুটবলের উন্নতি ঘটবে।

চলতি বছরের মে মাসে, ফিফার কংগ্রেস প্রতি দুই বছর পর বিশ্বকাপ এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি ভোটের আয়োজন করেছিল।

বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা সেই ১৬৬টি জাতীয় ফেডারেশনের মধ্যে অন্যতম যারা দুই বছর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষে ভোট দিয়েছে।

যদিও বিশ্বকাপের এই আয়োজন পরিবর্তন করার প্রস্তাব ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং মহাদেশের শীর্ষ ক্লাবগুলোর বাধার সম্মুখীন হয়েছিল।

সাহস২৪.কম/এসকে.