বিশ্বকাপের সূচি প্রকাশ, শুরুতেই বাংলাদেশ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ২০:১৮

সাহস ডেস্ক
মাত্র দুই মাস পরেই শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনেক জল্পনা-কল্পনা শেষে আজ মঙ্গলবার সময়-সূচি ও ভেন্যু প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আয়োজন।
 
করোনাভাইরাস সংক্রামণের কারণে ২০২০ বিশ্বকাপের সময় পরিবর্ত করা হয়েছে। ২০২০ বিশ্বকাপের আয়োজক ভারত। প্রথমে আয়োজক বদলানোর সম্ভাবনা জেগেছিল। কিন্তু ভারত নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে চায় বলে ২০২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালে। ২০২১ বিশ্বকাপ যথাসময়েই হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর শুরু হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
 
শীর্ষ আট দলে থাকতে না পারায় প্রথম রাউন্ড থেকেই শুরু করতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ পাচ্ছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনিকে। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। আর প্রথম রাউন্ড পার হয়ে আসতে হবে সুপার ১২-এ। যেখানে আগে থেকেই আছে শীর্ষ আট দল।
 
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে এবং ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই তিন প্রতিপক্ষের তুলনায় বাংলাদেশ শক্তিশালি দল। পাপুয়া নিউগিনি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছে। গত বিশ্বকাপে ওমানের বিপক্ষে খেলেছিল টাইগাররা। সেবাই এই সংস্করণে একটি সেঞ্চুরি পেয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি। তবে টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের একবারই দেখা হয়েছিল। সে ম্যাচে হেরেছিল বাংলাদেশ।
 
প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ যাবে গ্রুপ ‘টু’তে। সেখানে বাংলাদেশ গ্রুপ–সঙ্গী হিসেবে পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ‘এ’ গ্রুপের দ্বিতীয় দলকে।
 
২৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের সুপার টুয়েলভ পর্ব। আর সেমিফাইনালে উঠতে না পারলে শেষ হবে পাকিস্তানের বিপক্ষে, ৭ নভেম্বর। শারজায় শুরু হয়ে শেষ হবে শারজাতেই।
 
প্রথম রাউন্ডে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভ’র গ্রুপ ‘টু’র সূচি-
 
তারিখ                           দল                                         সময়       ভেন্যু
২৫ অক্টোবর   আফগানিস্তান বনাম বাংলাদেশ                      রাত ৮টা    শারজা
২৭ অক্টোবর   বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডের দ্বিতীয় দল      রাত ৮টা    আবুধাবি
০৩ নভেম্বর নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ                         বিকেল ৪টা     দুবাই
০৫ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ                                  রাত ৮টা      দুবাই
০৭ নভেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ                               রাত ৮টা     শারজা
 
কিন্তু প্রথম রাউন্ডে বাংলাদেশ যদি দ্বিতীয় হয়, তাহলে দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘ওয়ান’-এ খেলবে টাইগাররা। তখন বাংলাদেশের গ্রুপ-সঙ্গী হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ গ্রুপের সেরা দলের (শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি)। গ্রুপ ‘ওয়ান’-এর সুপার টুয়েলভ শুরু হবে ২৪ অক্টোবর। সেদিন ‘এ’ গ্রুপের সেরা দলের সঙ্গে খেলা হবে শারজাতে। আর সেমিফাইনালে উঠতে না পারলে বিশ্বকাপ আগেভাগেই শেষ হয়ে যাবে। কারণ, তখন বাংলাদেশের শেষ ম্যাচ হবে ৪ নভেম্বর। অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাইয়ে হবে সে ম্যাচ।
 
প্রথম রাউন্ডে বাংলাদেশ দ্বিতীয় হলে সুপার টুয়েলভ’র গ্রুপ ‘ওয়ান’র সূচি-
 
তারিখ                                 দল                                    সময়          ভেন্যু
২৪ অক্টোবর   প্রথম রাউন্ডের দ্বিতীয় দল বনাম বাংলাদেশ       বিকেল ৪টা      শারজা
২৭ অক্টোবর   ইংল্যান্ড বনাম বাংলাদেশ                              বিকেল ৪টা     আবুধাবি
২৯ অক্টোবর   ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ                      বিকেল ৪টা       শারজা
০২ নভেম্বর    দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ                              বিকেল ৪টা     আবুধাবি
০৪ নভেম্বর    অস্ট্রেলিয়া-বাংলাদেশ                                    বিকেল ৪টা        দুবাই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত