পিএসজিতে নেইমারের থেকেও মেসির বেতন বেশি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৪:৫৫

সাহস ডেস্ক

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমাবেন বিশ্বের সেরা তারকা লিওনেল মেসি। প্যারিসের ক্লাব পিএসজিতে তিন বছরের চুক্তি করবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে শেষ বছরটা ঐচ্ছিক।

পিএসজিতে সবচেয়ে বেশি বেতনে নাম লেখাবেন মেসি। যা রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে পাঁচ মিলিয়ন ইউরো বেশি। বছরে মেসি বেতন পাবেন ৪০ মিলিয়ন ইউরো। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম লে’কিপ।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না। পিএসজির মালিক কাতারের আমিরের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি শুক্রবার রাতে টুইট করে জানিয়েছেন, ‘পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে।’ পরে অবশ্য ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। পিএসজিতে পাড়ি জমানো মেসির গুঞ্জন যেন থামাছেই না।

জানা গেছে, আজ রবিবার (৮ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পরশু মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে।

এদিকে ক্যাম্প ন্যুতে আজ সংবাদ সম্মেলন করবেন আর্জেন্টাইন সুপারস্টার। সেটি বিদায়ী সংবাদ সম্মেলন নাকি আরো কোনো চমক বাকি আছে তা জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত