মাহমুদউল্লাহদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

প্রকাশ | ০৭ আগস্ট ২০২১, ০৩:০৭ | আপডেট: ০৭ আগস্ট ২০২১, ০৩:১১

অনলাইন ডেস্ক

ক্রিকেট দানব অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া রেকর্ড করে সিরিজ জয়ের ইতিহাস বাগিয়ে নেওয়া টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। সিরিজের ৩-০তে এগিয়ে গেলো মাহমুদউল্লাহ বাহীনি।

প্রথমবারের মত এত স্বল্প রানে অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে দলের এই জয়ে আনন্দের জোয়ারে ভাসছে পুরো দেশ। ১২৭ রানের স্কোর খোলা চোখে অস্ট্রেলিয়ার কাছে ডালভাত। এই অবস্থায় যখন ১০ রানে জয় পায় তালিকার সাত আটে থাকা একটি দল। তখন নি:সন্দেহে এটা একটা বিশাল উৎযাপনের বিষয়।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল রয়েল বেঙ্গল টাইগাররা।