শূন্য রানে তামিম আউট

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১৪:১১

সাহস ডেস্ক

বাজে শুরু করল বাংলাদেশ। রানের খাতা খুলতে না খুলতেই উইকেট হারায় টাইগাররা। তৃতীয় ওভারের মুজারাবানির প্রথম বলে শূন্য রানে আউট হলেন ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের রানের চাকাও এখনো ঘোরেনি। ৭ বলে ০ রান করে রেগিস চাকাভাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। বাংলাদেশ ২.১ ওভারে ১ উইকেট হারিয়ে কোনো রান তুলতে পারেনি।

আজ শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ।

টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলের হয়ে বল হাতে শুরুটা ভালোই করেছেন মুজারাবানি। নিয়েছেন প্রথম ওভারটি মেডেন। নিজেদের ইনিংসে প্রথম ওভারে কোনো রান নিতে পারেননি স্ট্রাইক নেওয়া তামিম ইকবাল। প্রথম ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে শূন্য রান।

দ্বিতীয় ওভারটিতেও রান নিতে পারেননি আরেক ওপেনার লিটন দান। ইনিংসের দ্বিতীয় ওভারটি করতে আসেন ডেন্টাই চাতারা। তিনিও কোনো রান দেননি, নিয়েছেন মেডেন।

তবে রানের খাতা খোলেন ওয়ানডাউনে নামা সাকিব আল হাসান। ওপেনিং জুটি থেকে কোনো রান যোগ করতে পারেনি বাংলাদেশ। ২.১ ওভারে তামিম যখন আউট হলেন বাংলাদেশের রানের চাকা তখনো ঘোরেনি। সাকিব আল হাসান উইকেটে এসে মুজারাবানিকে স্ট্রেট ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন। অন্য প্রান্তে সাকিবের সঙ্গী লিটন। দুজনেই জুটি গড়ার চেষ্টা করছেন।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩২ তুলেছে বাংলাদেশ। যেখানে সাকিব অপরাজিত আছেন ১৯ রান নিয়ে এবং ৬ রান নিয়ে অপরাজিত আছেন লিটন দাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত