দেশের হয়ে অন্তত একটি শিরোপা জিততে চান মেসি

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১৮:১৩

সাহস ডেস্ক

কলম্বিয়াকে হারেয় কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গোলরক্ষক এমি মার্টিনেজের দক্ষতায় কলম্বিয়াকে ৩-২ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। নেইমারদের হারিয়ে ২৮ বছরের ব্যর্থতা ঘুচাতে চায় মেসি-মার্টিনেজরা। সব শেষ ১৯৯৩ সালের কোপা জিতেছিল আর্জেন্টিনা।

শেষ শটটি ঠেকিয়ে দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ

তবে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির একটি শিরোপা জেতার স্বপ্ন অনেক আগে থেকেই। আজ কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠে বেশ রোমাঞ্চিত মেসি বাহীনিরা। ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা খুব রোমাঞ্চিত। অন্য যেকোনো সময়ের চেয়ে শিরোপা জয়ের জন্য আমরা বেশি রোমাঞ্চিত।’

যদিও ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল। ম্যাচটি যে কঠিন হবে তা আগে থেকেই জানেন মেসি। তবে এবার আর্জেন্টিনার হয়ে শিরোপা-খরা ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ মেসিরা, ‘সর্বশেষ কাপের চেয়ে আমাদের দলটি অনেক শক্তিশালী। সর্বশেষ কাপেও ভালো একটা ভাবমূর্তি নিয়ে আমরা অভিযান শেষ করেছিলাম। আবার একবার একদম তলানি থেকে উঁচুতে পৌঁছেছি আমরা।’

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টিনা। পরে ২০১৫-১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে মেসিদের স্বপ্ন কেড়ে নেয় চিলি। এবার আরেকটি ফাইনালে ওঠাছে আর্জেন্টাইনরা। আর সুযোগ হাতছাড়া নয়, দেশের হয়ে একটি শিরোপা জিততে চান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ‘আমরা খুব রোমাঞ্চিত। খুব আনন্দিত। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি আরেকটি ফাইনাল খেলতে পেরে খুশি। দেশের হয়ে একটি শিরোপা খুব করে জিততে চাই আমি।’

ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামার আগে করোনাভাইরাস মহামারির এই সময়ে সতীর্থদের দলের প্রতি নিবেদনের প্রশংসাই করেছেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘কাপ জিতি আর না জিতি, কঠিন এই সময়ে আমরা ৪৫টি দিন খুব উপভোগ করেছি। এই সময়ে আমরা কেউ পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারিনি। কেউ কেউ তো তাদের সন্তানদের জন্মদিনে থাকতে পারেনি। লক্ষ্য অর্জনের জন্য এত বিসর্জন আর চেষ্টার পর আমরা সে জায়গাটাতে পৌঁছাতে পেরেছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত