ক্লান্ত মেসি প্রতিটি ম্যাচেই ব্যবধান গড়ে দিচ্ছেন: আর্জেন্টাইন কোচ

প্রকাশ : ২২ জুন ২০২১, ১৭:১৬

সাহস ডেস্ক
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি

কোপা আমেরিকার ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পর মেসিকে নিয়ে সংবাদমাধ্যকমে আর্জেন্টাই কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘মেসি অনেক ক্লান্ত। তবুও প্রতিটি ম্যাচে ব্যবধান গড়ে দিচ্ছেন।’

মঙ্গলবার (২২ জুন) ব্রাসিলিয়ায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন অভিষিক্ত হওয়া পাপু গোমেজ।

খেলা শুরুর আগে শোনা গিয়েছিল, প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকবেন না অধিনায়ক লিওনেল মেসি। টানা খেলার কারণে এবার তাকে বিশ্রাম দেবেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই নিশ্চিত হয়, এ ম্যাচেও খেলছেন মেসি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোতে ছাপা হয়েছিল, মেসির অনুপস্থিতিতে সার্জিও আগুয়েরো এবং আনহেল ডি মারিয়াকে নিয়ে শুরুর একাদশ সাজানো হবে। হয়েছেও তা-ই, তবে মেসিকে বাদ দিয়ে নয়। মেসির সঙ্গেই শুরুর একাদশে ছিলেন ডি মারিয়া ও আগুয়েরো।

মেসির পাস থেকে ডি মারিয়া, ডি মারিয়ার পাস থেকে করা পাপু গোমেজের গোলে প্যারাগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ের পর মেসিকে নিয়ে প্রশ্ন করলে কোচ স্কালোনি বলেন, ‘মেসি প্রতিটি ম্যাচ খেলছে এবং তার ওপরে নির্ভর না করাও আসলে কঠিন।’

লিওনেল স্কালোনি আরও বলেন, ‘যদিও মেসি এখন অনেক ক্লান্ত, তবু প্রতিদিনই ব্যবধান গড়ে দিচ্ছে। আজকে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। আমাদের মনে হয়েছে এটাই ঠিক সিদ্ধান্ত এবং সৌভাগ্যবশত এটা কাজে দিয়েছে। আমরা পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছি।’

উল্লেখ্য, উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতার ম্যাচের একাদশের ছয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশ সাজিয়েছিলেন স্কালোনি। তবু বিশ্রাম দিতে পারেননি মেসিকে। এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত