ড্রয়ের ম্যাচে নিজের দোষটাই দেখলেন মেসি

প্রকাশ : ১৫ জুন ২০২১, ১৪:২৬

সাহস ডেস্ক

মেসি গোল করলেও জয় দিয়ে শুরু করতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে নিজের ট্রেডমার্ক এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে এদুয়ার্দো ভারগাসের গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে চিলি। ওদিকে রক্ষণাত্মক ভুলের জন্য গোল খেয়ে মাথা চাপড়াচ্ছে আর্জেন্টিনা। এর জন্য নিজেকেই দুষলেন মেসি।

মঙ্গলবার (১৫ জুন) ভোর রাতে রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে কোপা আমেরিকা শুরু করল আর্জেন্টিনা।

ম্যাচ শেষেও নিজেদের কিছুটা ব্যর্থতাই চোখে পড়েছে মেসির। বল নিয়ন্ত্রণে নিজেদের অক্ষমতার পাশাপাশি ড্রয়ের পেছনে আরও কিছু কারণ বের করেছেন মেসি। তিনি বলেন, ‘ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা ভালোভাবে খেলতে পারিনি, বলের নিয়ন্ত্রণ ঠিকমতো রাখতে পারিনি, দ্রুতগতিতে খেলতে পারিনি। ওই পেনাল্টিই ম্যাচ বদলে দিয়েছিল।

তবে আগামী ম্যাচে এই ম্যাচের ভুলগুলো শুধরে আবারও এগিয়ে যেতে চান মেসি, ‘আমরা জিতে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। আমাদের সামনে এখন উরুগুয়ে আছে, সে ম্যাচটাও যথেষ্ট কঠিন। কিন্তু আমাদের অবশ্যই পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে এখন।’

চিলির গোলের পথে প্রথমে পেনাল্টি আটকাতে পারলেও পরে ফিরতি শটে গোল খাওয়া এই গোলকিপার অবশ্য নিজেদের সামর্থ্য নিয়ে আশাবাদী, ‘অনেক কিছুর উন্নতি দরকার। আমরা বেশি কিছু সুযোগ সৃষ্টি করেছি যা বেশ ভালো ছিল। একটা ঠিক হলে আস্তে আস্তে সব কাজ ঠিক হতে থাকবে। আমাদের দলটা অনেক ঐক্যবদ্ধ ও আমরা আমাদের ক্ষমতার ওপর ভরসা রাখি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত