আউট না পেয়ে লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

প্রকাশ : ১১ জুন ২০২১, ১৭:২৭

সাহস ডেস্ক

ব্যাটে ছিলেন মুশফিকুর রহিম, বলে ছিলেন সাকিব আল হাসান। বল করলেন সাকিব, ব্যাটে লাগাতে পারেননি মুশফিক। বল গিয়ে লাগল মুশফিকের প্যাডে। সাথে সাথে এলবিডব্লিউ’র আবেদন, কিন্তু এ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এতেই মেজাজ হারিয়ে লাথি মারে স্টাম্প ভাঙলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (১১ জুন) ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। সময়ের ফেরে আবাহনী–মোহামেডান ক্রিকেট দ্বৈরথ রঙ হারালেও সাকিবের কল্যাণে আজ অতীতের উত্তেজনা ফিরল মাঠে। যদিও লাথি মেরে স্টাম্প ভাঙার মতো ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সেটা গবেষণার বিষয়।

ঘটনাটা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে। মোহামেডানের তখন ৩ উইকেটে ২১ রান। ওভারের শেষ বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে। মুশফিকুর রহিমের বিপক্ষে নিজের বোলিংয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গেই লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। পরের ওভারেই শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন।

ড্রেসিংরুমে ফেরার পথে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। পরে দুই দলের ক্রিকেটাররা এসে দুজনকে দুই ড্রেসিংরুমে টেনে নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে মোহামেডান। সর্বোচ্চ ৩৭ রান (২৭ বলে) করেন সাকিবই। মাহমুদুল হাসান ২২ বলে ৩০ করে অপরাজিত থাকেন। আবাহনীর পক্ষে এ কে এস স্বাধীন ২৪ রানে ৩ উইকেট নেন, ১৭ রানে ২ উইকেট নেনে তানজীম হাসান সাকিব।

জবাবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখেই ছিল আবাহনী। ২.৩ ওভারে ৯ রানে ৩ উইকেট হারায় তারা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে উইকেটে ছিলেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। আবাহনীর সংগ্রহ ছিল ৫.৫ ওভারে ৫ উইকেটে ৩১।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত