হোয়াইটওয়াশের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২৮ মে ২০২১, ১৩:২৪

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো টসে হারল বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিং পেয়েছে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে টসে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। এর আগের দুই ম্যাচে টসে জিতেছিল স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নিলেও আজ হোয়াইটওয়াশের ম্যাচে ফিল্ডিং পেয়েছে টাইগাররা।

শুক্রবার (২৮ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সুপার লিগে তিন ম্যাচের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন
লিটন দাস আজ খেলছেন না। তার জায়গায় খেলছেন আগে একটি ওয়ানডে খেলা ওপেনার মোহাম্মদ নাঈম। দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পাওয়া সাইফউদ্দিনের বদলে আজ প্রথম থেকেই দলে তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে কনকাশনে সাইফরে চোটে মাঠে নেমেছিলেন তাসকিন।

এ ম্যাচে শ্রীলঙ্কার একাদশে ব্যাপক পরিবর্তন এসেছে। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকভেলা। এছাড়া রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দোর অভিষেক হচ্ছে। বাদ পড়েছেন লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, বান্দারা ও শানাকা।

এর আগে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের পালা। এই হোয়াইটওয়াশের লক্ষ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত