আর্সেনালকে হারিয়ে প্রথম কোনো ফাইনালে ভিয়ারিয়াল

প্রকাশ : ০৭ মে ২০২১, ১৫:৩৫

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলের জয়টাই বড় আশীর্বাদ হয়ে দাঁড়ালো ভিয়ারিয়ালের জন্য। কারণ দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাবটি বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ভিয়ারিয়াল। ড্র করলেও দুই লেগ মিলিয়ে ওই ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে গেলো স্প্যানিশ দলটি। বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাতে অ্যামিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে দুই দল।

এদিন আর্সেনালের মাঠে নিজেদের একেবারে খোলসবন্দী করে রাখেনি ভিয়ারিয়াল। গোল পাওয়ার চেষ্টাও করেছিল তারা। তবে ২-১ গোলে এগিয়ে থাকার কারণে হয়তো নিজেদের রক্ষণটাকেই বেশি আগলে রেখেছিল উনাই আমেরির শিষ্যরা। তবে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্প্যানিশরা। ম্যাচের ৫ মিনিটের সময়ে রাইটব্যাক স্যামুয়েল চুকোয়েজের শট আর্সেনালের গোলরক্ষক ঠেকিয়ে দেন।

এদিকে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকা আর্সেনাল নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে ম্যাচের ২৬ মিনিটেই সমতায় ফিরতে পারতো মিকেল আর্তেতার দল। ডিবক্সের ভিতর থেকে এনরিক অউবেমায়ং জালে শট নিলে বল বারে লেগে বেড়িয়ে যায়। এরপর পুরো ম্যাচে তেমন কোনো আকর্ষণীয় শট দেখা যায়নি। তবে দ্বিতীয়ার্ধেও আর্সেনালের একটি শট বারে লেগে বেড়িয়ে যায়। অবশেষে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের ২-১ গোলের জয় নিয়েই ফাইনালে উঠে গেলো স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

যেকোনো ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এটি ভিয়ারিয়ালের প্রথমবার ফাইনালে পা রাখা। এই সাফল্য কোচ উনাই এমেরির জন্য বড় ব্যাপার। কারণ, ২০১৯ সালে আর্সেনাল তাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছিল। এটি তার জন্য মধুর এক প্রতিশোধ।

আগামী ২৭ মে রাত ১টায় ইউরোপা লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শিরোপা জয়ের আশায় মাঠে নামবে উনাই এমেরির দল ভিয়ারিয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত